করোনার টিকা কিনবে বিসিবি
জাতীয় দলের ক্রিকেটারদের জন্য করোনার টিকা কিনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানুয়ারীর শেষ সপ্তাহে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আসার কথা রয়েছে।
সরকার অগ্রাধিকার ভিত্তিতে আগামী মাসে টিকা দেওয়া শুরু করবে সারা দেশে। সরকারের পরিকল্পনা অনুযায়ী টিকা প্রদান শুরুর দ্বিতীয় ও তৃতীয় মাসে টিকা পাওয়ার কথা রয়েছে দেশের সকল খেলার জাতীয় দলে খেলা দশ হাজারের বেশি খেলোয়াড়ের। তবে বিসিবি সে পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়।
খেলোয়াড়দের নিরাপত্তা ও সামনে ব্যস্ত সূচি মাথায় রেখে দেশে আসা মাত্রই টিকা কিনে নিতে চায় বিসিবি, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। শুধু ক্রিকেটাররাই নয়, মাঠকর্মী থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সকলের জন্যই টিকা নিশ্চিত করতে চায় বিসিবি। উল্লেখ্য, সরকারি টিকার পাশাপাশি সেরাম ইনস্টিটিউটের টিকা বেসরকারিভাবে দেশে আনবে বেক্সিমকো ফার্মা। আর দেশে আনার পর এই টিকা বিক্রিও করবে বেক্সিমকো। বেক্সিমকোর কাছ থেকেই এই টিকা কিনতে চায় বিসিবি।