বিশ্বজুড়ে জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি মোবাইল’ প্রায় ১ লাখ ২০ হাজার টিমের মধ্যে প্রতিযোগিতা করে ‘বিশ্বকাপ মঞ্চে’ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল[ A1 Esport ]
বিশ্বজুড়ে জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি মোবাইল’ প্রায় ১ লাখ ২০ হাজার টিমের মধ্যে প্রতিযোগিতা করে ‘বিশ্বকাপ মঞ্চে’ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল A1esport। গত আগস্ট মাসে শুরু হওয়া প্রতিযোগিতায় তিন ধাপ অতিক্রম করে রোববার (২০ ডিসেম্বর) গ্লোবাল চ্যাম্পিয়নশিপ পর্বের জন্য বাছাইকৃত ১৬টি দলের মধ্যে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের একদল তরুন pubg স্কোয়াড A1eSports।
গ্রান্ড ফাইনালে স্থান পাওয়া বাংলাদেশ দল ‘এওয়ানইস্পোর্স্ট’ এর প্রতিষ্ঠাতার নাম কাজী আরাফাত হোসাইন সময় তিনি জানান, ফেব্রুয়ারিতে খেলা শুরুর আগে বিশ্বের প্রায় সব দেশ থেকে মোট ১ লাখ ২০ হাজার দল রেজিস্ট্রেশন করে। এর মধ্যে তৃতীয় ধাপ অতিক্রম করে গ্রান্ড ফাইনালের জন্য বিভিন্ন দেশ থেকে ১৬টি দলকে বাছাই করা হয়েছে। যার মধ্যে আমাদের বাংলাদেশের হয়ে রয়েছে A1 esport
Pubg গ্লোবাল চ্যালেঞ্জের (PMGC) প্রো লীগের গ্রুপ পর্বের এই সিজনে অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীনসহ সব বিভিন্ন দেশের সেরা ২৪টি টিম।
(PMGC) এর গ্রান্ড ফাইনাল আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজপুল হিসেবে থাকবে ২০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা প্রায়।
বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো Pubg গ্লোবাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া টিম A1esport এর সদস্যদের নাম হল মো. শাকিল, নাওমান আল রাফিদ, আবু হাসনাত আলাভি, হাসানুজ্জামান অভি, সৈকত রহমান।
এদের গেমার নাম হলো A1esSinister, A1esDante, A1es6Nin3, A1esRaxJax,A1esShoikot
বিঃদ্রঃ টিমের পরামর্শক হিসেবে রয়েছেন সাইবার-৭১ এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের। তিনি জানিয়েছেন অন্যান্য দেশের মত বাংলাদেশকেও esports নিয়ে ভাবতে হবে। বর্তমান সময়ে অনলাইন গেমিং অনেক জনপ্রিয়তা লাভ করছে। তিনি আরও বলেছে সাইবার -৭১ সবসময় esports এর সাথে থাকবে।
5 Comments
maseczki z filtrem
I’m extremely pleased to discover this website. I wanted to thank you for ones time just for this fantastic read!! I absolutely enjoyed every part of it and i also have you bookmarked to see new stuff in your site.
generic cialis
Definitely, what a great blog and revealing posts, I definitely will bookmark your site. Best Regards!
pożyczka pozabankowa
I got what you intend,bookmarked, very decent website.
car key reprogramming near me
I am incessantly thought about this, thanks for posting.
chwilówki dla zadłużonych
I reckon something truly special in this website.