অভিষেকের দ্বিতীয় ম্যাচে জাত চেনালেন রাহী
টসে হেরে বোলিংয়ে নেমে শুরুটা রুবেল এনে দিলেও বাকিটা বোলিংয়ের দিক থেকে রাঙান আবু জায়েদ রাহী।। ইনিংসের ১১তম ওভারে নিজের প্রথম এবং অভিষেক উইকেট পান তিনি। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন অ্যান্ডি বালবির্নি (২০)।
স্টারলিং ও পোর্টারফিল্ডের রেকর্ড পার্টনারশিপের পর আবারো ত্রাতা হয়ে আসেন রাহী। ইনিংসের ৪৫তম ওভারে আইরিশ দলপতিকে ফেরান ব্যাক্তিগত ৯৪ রানে।
৪৭তম ওভারে আবারো আঘাত হানেন রাহি। ফিরিয়ে দেন কেভিন ওব্রায়েনকে।একই ওভারে সেঞ্চুরিয়ান স্টার্লিংকে লিটন দাসের হাতে ধরা পড়িয়ে রাহি। স্টার্লিং বিদায়ের আগে ১৪১ বলে ৮টি চার আর চারটি ছক্কায় তিনি করেন ১৩০ রান। দলীয় ২৬৪ রানে পঞ্চম উইকেট হারায় আইরিশরা।
৪৯তম ওভারে বোলিংয়ে এসে রাহি ফিরিয়ে দেন ১২ রান গ্যারি উইলসনকে। এই উইকেটের মধ্যদিয়ে ৫ উইকেট তুলে নেন ৯ ওভারে ৫৮ রান খরচ করা রাহি। সেই সাথে সপ্তম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন রাহী।
উল্লেখ্য, এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেট হারে ৫০ ওভার শেষে ২৯২ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।