ইনজুরি থেকে সেরে উঠছেন নেইমার
জানুয়ারীর শেষ দিকে ফরাসি কাপে স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচে পায়ের চোটে পড়েছিলেন নেইমার। সেই থেকেই আছেন মাঠের বাইরে। তবে ভক্তদের জন্য সুখবর,নেইমার সুস্থ হয়ে উঠছেন।
চোট আস্তে আস্তে সারছে, তাই হালকা অনুশীলন শুরু করেছেন তিনি। এখনো সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেননি তিনি। দলের চিকিৎসক ও অন্যান্য ট্রেনারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বল নিয়ে হালকা দৌড়াদৌড়ি করা শুরু করেছেন তিনি। আর এই ব্যাপারে নিয়মিত খবর দিচ্ছে নেইমারের ক্লাব পিএসজি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘নেইমারের আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সে’—জানিয়েছে পিএসজি। তবে এখনই সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারবেন না নেইমার। ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছে, ‘আপাতত ক্লাবের ডাক্তারদের তত্ত্বাবধানেই খেলছে সে, সামনের ১৫ দিন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থেকে সে অনুশীলন চালিয়ে যাবে।’