ব্রাজিলের দাপুটে জয়ের রাতে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস। অন্য গোলটি করেছেন ফিরমিনো। চেক রিপাবলিকের হয়ে একমাত্র গোলটি করেছেন ডেভিড পাভেলকা।
ম্যাচের ৩৭তম মিনিটে ডেভিড পাভেলকার গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দাপটের সাথেই ম্যাচে ফিরে আসে তারা।। দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষ ডিফেন্সের ভুলে ব্রাজিলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনহো। এরপর গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
অপর ম্যাচে মেসিহীন আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যাঙ্গেল কোরেয়া।
ম্যাচের ৮৩ মিনিটে মাতিয়াস সুয়ারেজের বাড়ানো বলে গোল করেন কোরেয়া।। তবে পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনা ছিলো হতশ্রী। কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার এমন হতশ্রী দশা ভক্তদের জন্য যথেষ্ট উদ্বেগের।